গানঃ বাড়ির পাশে মধুমতি
Title: Barir Pashe Modhumoti
গীতিকারঃ ফজলুর রহমান বাবু
শিল্পীঃ ফজলুর রহমান বাবু
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের বেলা.,
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা।। (২)
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।। (২)
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা,
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।। (২)
সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে।।
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে। (২)
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে,
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।।
2 Comments
Legendary song
ReplyDeletenice
ReplyDelete