গানঃ যে ছিল দৃষ্টির সীমানায়
Title: Je Chilo Dristir Simanay
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলাউদ্দীন আলী
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়,
সে হারালো কোথায়?
কোন দূর অজানায়?
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।। (২)
যত খানি সুখ দিয়েছিলো,
তারও বেশী ব্যাথা দিয়ে গেল,
স্মৃতি তাই আমারে কাঁদায়।
সে হারালো কোথায়?
কোন দূর অজানায়?
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
যতটুকু ভুল হয়েছিলো,
তারও বেশী ভুল বুঝেছিলো,
কি যে চায় বলেনি আমায়।
সে হারালো কোথায়?
কোন দূর অজানায়?
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
সে হারালো কোথায়?
কোন দূর অজানায়?
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।
0 Comments