গানঃ অন্তরা নামে সেই মেয়েটির
Title: Ontora Name Sei Meyetir
শিল্পীঃ আসিফ আকবর
অন্তর বলে কিছু ছিলনা
স্বপ্ন দেখিয়ে স্বপ্নগুলো
সত্যি হতে সেতো দিলোনা
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা।। (২)
আলেয়ার পিছে পিছে,
ঘুরে ঘুরে মিছে মিছে।
পাইনি তো সুখেরই দেখা,
এত বড় পৃথিবীতে পড়ে আছি
তবু আমি আধারের মাঝে শুধু একা।।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা ।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা।।
জানিনা এত কি ভুলে,
বেঁচে আছি জ্বলে জ্বলে।
কাউকে পারিনা বোঝাতে,
বুকেরই ভিতরেই কস্টের ক্ষত দাগ
মুছতে পারিনা কিছুতে।।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা।।
অন্তরা নামের সেই মেয়েটির
অন্তর বলে কিছু ছিলনা,
স্বপ্ন দেখিয়ে স্বপ্নগুলো
সত্যি হতে সেতো দিলোনা।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা ।
তবে কি শুধু ভালবাসায়
থাকে এমন বেদনা।।
0 Comments