জীবনের গল্পটা যদি
Title: Jiboner Golpota Jodi
শিল্পীঃএন্ড্রুকিশোর

ছায়াছবিঃ শেষ চুম্বন


জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত! (২)
চোখ ছুয়ে যেত যেই স্বপ্নগুলো,
জীবনটা যদি সেই স্বপ্ন হতো!
জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত!

প্রতিটি অনুভব,প্রতিটি ক্ষণ,
ফিরে আসে বারবার,ছবির মত্‌ (২)
জীবনের আরশিতে এ যেন এক অন্য জীবন;
জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত!

বিধাতার বিধি,ভাগ্য লিখন,
বদলানো যায় না যে যখন তখন, (২)
বয়ে চলে সকলের দুঃখগুলো যে যার মতন;
জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত!

জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত!
চোখ ছুয়ে যেত যেই স্বপ্নগুলো,
জীবনটা যদি সেই স্বপ্ন হতো!
জীবনের গল্পটা যদি এমন হতো,
শেষ থেকে আবার শুরু করা যেত!