গানঃ অ্যাশ করি চল
Title: Aash Kori Chol
কথা সুরঃ সভ্যি
ছবিঃ চালবাজ



আয় পার্টি-সার্টি করি, [ছেলে]
চল ডিস্কো-রিস্কো যাই;
কোন দামী রেস্টুরেন্টে,
চল খানাপানা খাই।
আয় পার্টি-সার্টি করি, [মেয়ে]
চল ডিস্কো-রিস্কো যাই;
কোন দামী রেস্টুরেন্টে,
চল খানাপানা খাই।
পকেটে এলো ক্যাশ।............... [ছেলে]
আজ অ্যাশ করি চল,
অ্যাশ করি চল,
অ্যাশ করি চল অ্যাশ। (২)
আজ অ্যাশ করি চল, [মেয়ে]
অ্যাশ করি চল,
অ্যাশ করি চল অ্যাশ।


আজ মনটা যাচাই করবো, [মেয়ে]
ঐ তারাগুলো ধরবো,
চল কলম্বাসের মতো
নতুন স্বদেশে ঘুরবো। (২)
পকেটে এলো ক্যাশ।............... [ছেলে]
আজ অ্যাশ করি চল, [উভয়]
অ্যাশ করি চল,
অ্যাশ করি চল অ্যাশ। (২)
আজ অ্যাশ করি চল,
অ্যাশ করি চল,
অ্যাশ করি চল অ্যাশ।