গানঃ ওই চাঁদ মুখে যেন
Title: Oi Chad Mukhe Jeno
কণ্ঠশিল্পীঃ এন্ড্রুকিশোর
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ বিয়ের ফুল
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ,
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ,
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।।
হাজারো বছর বেচে থাকো তুমি,
বুকে নিয়ে স্বর্গের সুখ,
দুঃখ ব্যাথা সবই ভুলে যাই যে,
দেখলে তোমার ওই মুখ।
ফুলও তুমি, ফাগুনও তুমি, গন্ধ বিলাও সারাক্ষন;
ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ,
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।।
স্বপ্ন তোমার, মনে যত আশা,
সবই যেন পূর্ণ হয়,
আমারই তুমি এই পৃথিবীতে
ও প্রিয়া আর কারো নয়।
দিনও তুমি, রাতও তুমি, ফুরাবে না কভু প্রয়োজন;
ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ,
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।
ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ,
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।
জোৎস্নায় ভরে থাক সারাটি জীবন।।
0 Comments