গানঃ এক পলকে তোমায় দেখে
Title: Ek Poloke Tomay Dekhe
শিল্পীঃ ইমরান ও কনা
ছবিঃ সুপার হিরো



এক পলকে তোমায় দেখে  প্রেমে গেছি পড়ে,     [ছেলে]
অবুঝ আমার মনটা কে আর ফেরাবো কী করে?
এক পলকে তোমায় দেখে  প্রেমে গেছি পড়ে,
অবুঝ আমার মনটা কে আর ফেরাবো কী করে?
কে আর আমায় সামলায়, বলবো সারা বাংলায়,
তোমাকে না পেলে যাবো মরে
এক পলকে তোমায় দেখে  প্রেমে গেছি পড়ে,
অবুঝ আমার মনটা কে আর ফেরাবো কী করে?

বদলে গেল জীবন আমার, তোমাকে পেয়ে কাছে, [মেয়ে]
এত আপন পৃথিবীতে, বলনা কে আর আছে?
বদলে গেল জীবন আমার, তোমাকে পেয়ে কাছে, [ছেলে]
এত আপন পৃথিবীতে, বলনা কে আর আছে?
জানি না তো কারণ, মানি না তো বারণ,          [মেয়ে]
তোমাকে না পেলে যাবো মরে।
এক পলকে তোমায় দেখে  প্রেমে গেছি পড়ে,     [ছেলে]
অবুঝ আমার মনটা কে আর ফেরাবো কী করে?   [মেয়ে]