গানঃ পাখি রে ও পাখি রে
Song: Pakhi Re O Pakhi Re
শিল্পীঃ মনির খান ও সাবিনা ইয়াসমিন
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ তুমি বড় ভাগ্যবতী
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
আমার ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, আমার
ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই।
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
আমি পাখি নই সাধারণ,
নই কো যেমন তেমন।
ঐ যে আকাশ যত বড়,
অন্তরে প্রেম তেমন।
আমি পাখি নই সাধারণ,
নই কো যেমন তেমন।
ঐ যে আকাশ যত বড়,
অন্তরে প্রেম তেমন।
সত্যবাদী পাখি আমি, মিথ্যাবাদী নই।
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
আমার ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, আমার
ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই।
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
প্রেম সোহাগী পাখি রে তোর,
প্রেমের এমন ধরণ।
তোরই প্রেমে বাঁচন আমার,
তোরি প্রেমে মরণ।
প্রেম সোহাগী পাখি রে তোর,
প্রেমের এমন ধরণ।
তোরই প্রেমে বাঁচন আমার,
তোরি প্রেমে মরণ।
দুঃখ সুখে আমি যেন তোরই আপন হই।
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
আমার ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, আমার
ছোট্ট দুটি ডানা এখন,
ঊড়তে আমার মানা, ও তোর
বুকের খাঁচায় তাই লুকিয়ে রই।
পাখি রে, ও পাখি রে,
আমার বুকের খাঁচায় পাখি রে তুই কই?
0 Comments