গানঃ জীবন মানেই তো যন্ত্রনা
Song: Jibon Manei To Jontrona
শিল্পীঃ ইসরাত জাহান জুই
কথা ও সুরঃ বাউল সালাম
অ্যালবামঃ তুমি বুঝলেনা
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
পাঠালেন যে নিয়িতি,
তার কাছে ইএ মিনতি,
পাঠালেন যে নিয়িতি,
তার কাছে ইএ মিনতি,
এই জীবন আর আমি চাই না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
একটি জীবন করে অন্যটির আশা,
এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালবাসা।
একটি জীবন করে অন্যটির আশা,
এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালবাসা।
মনের আশা মনে রইলো পূর্ণ হইলো না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবনে আছে কত ভাল আর মন্দ,
জীবনে আছে কত দ্বিধা আর দ্বন্দ।
জীবনে আছে কত ভাল আর মন্দ,
জীবনে আছে কত দ্বিধা আর দ্বন্দ।
জীবনে আছে কত দুঃখ বেদনা।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই মালা,
বিনিময়ে পেয়েছি গো বুক ভরা জ্বালা।
জীবনটারে দিতে গিয়ে প্রেমেরই মালা,
বিনিময়ে পেয়েছি গো বুক ভরা জ্বালা।
কয় সালামে তিলে তিলে আর মারিও না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
জীবন মানেই তো যন্ত্রনা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না।
0 Comments