Monpura (2009) - Photo Gallery - IMDb

মুভিঃ মনপুরা
অভিনয়ঃ চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু প্রমুখ
পরিচালকঃ গিয়াসউদ্দীন সেলিম
জনরাঃ রোমান্টিক, ড্রামা
IMDB Rating: 8.6/10
BS Rating: 9.8/10
 
স্ক্রীনশটঃ

Monpura - Alchetron, The Free Social Encyclopedia

Monpura (2009) - Photo Gallery - IMDb

Farhana Mili in Monpura (2009)











কাহিনীসূত্রঃ

সোনাই নামে একটি ছেলে এক ধনীর বাড়িতে কাজ করে। ধনী লোকটি নিজের স্বার্থের জন্য সোনাই এর উপরে একটি খুনের দায় চাপিয়ে দেয়। তারপর পুলিশের হাত থেকে বাচানোর জন্য তাকে মনপুরা নামে এক দ্বীপে নির্বাসন দেয়। সেখানে সোনাই এর সাথে দেখা হয় পরী নামে এক উচ্ছল যুবতীর। তারা একে অপরের প্রেমে পড়ে। কিন্তু পরীর বাবা অর্থের লোভে ধনীর ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হয়। যেটা মেনে নিতে পারে না সোনাই, পরী আর ঐ মনপুরা দ্বীপ।

 

মুভি বৃত্তান্তঃ

বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমা বলে মনে করা হয় মনপুরাকে। সেই ২০০৯ থেকে শুরু করে আজ অবধি এর দর্শক কমছে না। সিনেমার গল্পটা অসাধারণ। সেই সাথে প্রতিটা চরিত্রই ছিল অমায়িক। তাই মুভিপ্রেমীদের কাছেও এই ছবিটি একটি সোনার খনি হিসেবেই বিবেচিত হয়। বলা বাহুল্য যে, এই ছবিটির রিমেক করে পশ্চিম বাংলার অঞ্জন দাশ ২০১০ সালে অচিন পাখি নামে একটি চলচ্চিত্র তৈরী করে। তাছাড়া এই মুভির গানগুলোও বাংলা সংস্কৃতির অনন্য সংযোজন।

 

ছবির গানসমূহঃ

নিঠুয়া পাথারে (ফজলুর রহমান বাবু)

যাও পাখি বলো তারে - ১ (চন্দনা মজুমদার ও কৃষ্ণকলি ইসলাম)

সোনার ময়না পাখি (অর্ণব)

নিঠুয়া পাথারে - ২ (কৃষ্ণকলি ইসলাম ও চঞ্চল চৌধুরী)

সোনাই হায় হায় রে (ফজলুর রহমান বাবু)

যাও পাখি বলো তারে - (কৃষ্ণকলি ইসলাম)

নিঠুয়া পাথারে (ফজলুর রহমান বাবু)

আগে যদি জানতাম(মমতাজ)

ডাউনলোডঃ



Direct Download - 2