ফেসবুক একাউন্ট সেফ রাখতে প্রোফাইল লিঙ্ক ডিজেবল করে দিন।

আপনার লিঙ্ক কেউ কপি করে অন্য কাউকে দিলে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার আইডিতে যেতে পারবে না। এটি খুব সহজেই করতে পারবেন।

এর জন্য আপনার দুটি ডিভাইস কিংবা split-screen এর প্রয়োজন হবে।

যেভাবে করবেন।
  1. একই সময়ে দুইটা ডিভাইস থেকে মেসেঞ্জারে প্রবেশ করে ইউজার নেম এডিট অপশনে যাবেন।
  2. ইউজার নেম এডিট অপশনে গিয়ে দুটো আইডির ইউজার নেম এক‌ই স্পেলিং দিয়ে লিখবেন।
  3. অতঃপর দুটো ইউজারনেম একই সাথে সেভ করবেন।
সর্বশেষ
• অতঃপর আপনার দুটো আইডির ইউজার নেম এক হয়ে যাবে অর্থাৎ একটাতে ক্লিক করলে আরেকটাতে
রি-ডাইরেক্ট হবে।

• যেই আইডিতে রি-ডাইরেক্ট হবে সেটি ডিজেবল করে দেন।

• পরবর্তীতে যদি কেহ আপনার লিংক কপি করে আপনার আইডিতে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে ডিজেবল হওয়া আইডি তে নিয়ে যাবে।
• অর্থাৎ তার সামনে page not found শো করবে।
কাজ শেষ!

কার্টেসি: Muslim Technician