ডটকম ডোমেইন এবং .com.bd ডোমেইনের পার্থক্য


ডটকম হচ্ছে একটি TLD Domain এর উদাহরণ। সমগ্র ডোমেইন সিস্টেমের একটি শীর্ষ স্তরের ডোমেন হলো TLD Domain. ডোমেইন মানেই আপনার ব্যবসা। বিশ্বের সবচেয়ে স্বীকৃত ডোমেইন এক্সটেনশান হলো .com। মূলত ১৯৮৫ সালে বানিজ্যিক প্রয়োজনে ব্যাবহার করতে এই ডোমেইন তৈরি করা হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন অনলাইন বিজনেস প্রতিষ্ঠান এ ডোমেইন ব্যাবহার করে থাকে। এছাড়াও আরও অনেক TLD Domain রয়েছে। 


যেমন: .edu, .gov, .net, .org


আর .com.bd হলো বাংলাদেশের কান্ট্রি কোড ডোমেইন। বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত ডোমেইন সাফিক্স এটি। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বোর্ড এই ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানি লিমিটেড সরাসরি “.bd”-র অধীন কোনো ডোমেইন নিবন্ধন করে না। পৃথিবীর সব দেশেরই কান্ট্রি কোড ডোমেইন থাকে। 


যেমন: পাকিস্তানের জন্য .pk, যুক্তরাষ্ট্রের জন্য .us, ভারতের জন্য .in, যুক্তরাজ্যের .uk.


ডোমেইন রেজিষ্ট্রেশনের আগে যে বিষয়ে খেয়াল রাখবেন-


ডোমেইন কেনার আগে কিছু বিষয় এবং সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতা গুলো এরকম-


ডোমেইন রিনিউ- ডোমেইন কেনার আগে আপনি যে কোম্পানির থেকে ডোমেইন কিনবেন, তাদের রিনিউ সুবিধা কিরূপ তা জেনে নিবেন। ডোমেইন একেবারের জন্য কিনে নেওয়া যায় না। বছরে কিছু পরিমাণ টাকা দিয়ে আপনাকে পুনরায় ডোমেইন রিনিউ করে নিতে হয়। তাই ডোমেইন কেনার আগে জেনে নিবেন রিনিউ করার জন্য কোম্পানি আপনার থেকে কত টাকা নিবে। যাতে পরবর্তীতে আপনার থেকে কোম্পানি অধিক পরিমাণ টাকা দাবি না করে বা আপনাকে ডোমেইনের মালিকানা হারাতে না হয়।

ডোমেইন ট্রেডমার্ক- কেনার আগে আপনার ডোমেইন ট্রেডমার্ক কিনা তা মাথায় রাখা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনার ডোমেইনটি ট্রেডমার্ক যুক্ত না হয় সে বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে। একটি ট্রেডমার্ক যুক্ত ডোমেইন কিনলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। ট্রেডমার্ক ডোমেইন কি? 

আপনি নিশ্চয় জানেন একই নামে দুইটা ডোমেইন হয় না। তাই একটি পপুলার ডোমেইন ধরা যাক google. com এর মতো একটি ডোমেইন googlebd. com আপনি কিনতে চাইলে আপনি কিনতে পারবেন। কিন্তু এই ডোমেইন হবে ট্রেডমার্ক ডোমেইন। তখন google আপনার নামে মামলা পর্যন্ত করতে পারে। এতে আপনাকে জরিমানা বা জেল খাটতে হতে পারে।


ডোমেইন সিকিউরিটি- সিকিউরিটি সম্পর্কে আমরা সবাই জানি। আপনি এক দুই দিনের জন্য ডোমেইন কিনছেন না। এটি বছরের পর বছর ব্যবহারের উদ্দেশ্য নিয়েই নিশ্চয় কিনবেন। তাই যাদের থেকে ডোমেইন কিনবেন তারা যেনো ডোমেইন সংক্রান্ত সকল সিকিউরিটির ব্যবস্থা করতে পারে সে দিকে সতর্ক থাকবেন।

ডোমেইন ট্রান্সফার- হতে পারে আপনি একটি কোম্পানির থেকে ডোমেইন কিনলেন তাদের পরবর্তীতে আর ভালো লাগছে না। তাই এমন কোম্পানির থেকে ডোমেইন কিনবেন যারা আপনার ডোমেইন অন্য কোম্পানিতে ট্রান্সফার করার সুযোগ দিবে। অধিক লাভের আশায় কোম্পানি গুলো ডোমেইন ট্রান্সফার করার সুযোগ দিতে চায় না। এরকম কোনো কোম্পানি থেকে ডোমেইন কিনবেন না৷     

এই ব্যাপারগুলো মাথায় রেখে ডোমেইন কিনবেন। তাছাড়া আপনি কোন উদ্দেশ্য নিয়ে ডোমেইন কিনছেন সেটিও আপনাকে বিবেচনায় রাখতে হবে।

#domain

#bd_domain