বিশেষ করে আপনার ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে যদি গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল নিতে চান সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খুবই গুরুত্ব দিতে হবে সেগুলো আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিস্ট করে দেবে সেখানে দেখতে পাবেন আপনি গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো প্রতি খেয়াল করতে হবে এবং বিষয়গুলো আপনাদের বোঝার সুবিধার্থে লিস্ট দিয়েছে সেখানে দেখতে পাবেন।
(a) responsive website design
(b) SEO friendly unique article
(c) most important page / about us, contact us, privacy policy, disclaimer
(d) organic traffic
(e) no copyright image
(f) no copyright article
আপনার ওয়েবসাইটে যদি গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল নিতে চান আমি যে 6 টি বিষয় আপনাদেরকে লিস্ট করে দিসি এগুলো অবশ্যই মেনে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন এবং খুব দ্রুত।
-
বি. দ্র. এখানে জেনারেল কিছু বিষয় যা মানতেই হবে এমন বলা হয়েছে।
0 Comments