কিভাবে blogger ওয়েবসাইটের লিংক থেকে ?m=1 রিমুভ করা যায়?
আপনি কি আপনার ওয়েবসাইট blogger এ শুরু করেছেন?
যদি আপনার উত্তর হ্যা হয়, তবে আপনি দেখে থাকবেন আপনার ওয়েবসাইট যখন কম্পিউটারে খোলা হয় তখন সব ঠিক থাকে।
কিন্তু যখন মোবাইল ডিভাইসে খোলা হয় তখন আপনার ওয়েবসাইটের ইউআরএল এর শেষে ?m=1 দেখা যায়। এটি দেখতে অনেকেরই পছন্দ হয় না।
তাই আজ আমরা জানব কিভাবে আপনার blogger ওয়েবসাইট থেকে ?m=1 ডিলিট করা যায়। Blogger ওয়েবসাইট থেকে ?
m=1 রিমুভ করার উপায় আপনার ওয়েবসাইট যদি blogger এ হোস্ট করা হয় তাহলে আপনি দেখবেন যখনি কেউ আপনার ওয়েবসাইট মোবাইল ডিভাইসে ওপেন করা হয় তখন তা ?m=1 এ রিডাইরেক্ট করে।
যেমনঃ https://www.itbd.xyz থেকে https://www.itbd.xyz?m=1
এখানে ?m=1 হলো ব্লগারের মোবাইল ভিউ প্যারামিটার (mobile view parameter)।
যা শুধুমাত্র মোবাইল ডিভাইস দিয়ে ব্লগার ওয়েবসাইটে ঢুকলে বা ভিজিট করলে লিংকের শেষে ?m=1 দেখা যায়। আবার ?m=1 সহ কোনো লিংক আপনি গুগল সার্চ কনসলে ইনডেক্স করাতে পারবেন না।
আপনি যখন গুগল সার্চ কনসলে ইনডেক্সের জন্য আবেদন করবেন তখন আপনার ওয়েবসাইটের ইউআরএল এর শেষে যুক্ত হওয়া ?m=1 অংশটুকু কেটে দিতে হয়।
যদিও এতে আপনার ওয়েবসাইটের কোনো ক্ষতি হয় না। কারণ আপনি আপনার ওয়েবসাইটের template এ আগে থেকেই কেনোনিকাল ট্যাগ ব্যবহার করেন। তবে ইউআরএল এর শেষে ?m=1 অংশটুকু দেখতে অনেকেই বাজে লাগতে পারে।
তাই চলুন যানা যাক কিভাবে আপনি আপনার Blogger ওয়েবসাইটের ইউআরএল থেকে ?m=1 অংশটুকু ডিলিট করবেন। Blogger ওয়েবসাইট থেকে ?m=1 ডিলিট করার
পদ্ধতিঃ সবার প্রথমে আপনার Blogger dashboard এ লগ-ইন করুন Theme অপশনে ক্লিক করুন 3 ডট এ ক্লিক করে Edit theme এ ক্লিক করুন এবার কোডের tag খুঁজুন (ctrl+f এবং লিখে সার্চ করুন) নিচের দেয়া কোডটি কপি করুন এবার theme এর ট্যাগ এর পাশে কার্সর রেখে এন্টার কি চাপ দিন এবার এখানে পূর্বে কপি করা কোডটি পেস্ট করুন এখন theme টি সেইভ করুন
Donwload Coed করুন!
এখন আপনি আপনার ওয়েবসাইটকে মোবাইলে ওপেইন করুন। কি? অবাক হয়ে গেলেন? আপনার ওয়েবসাইট থেকে ?m=1 অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন যেই আপনার ওয়েবসাইটে আসুক না কেন সে আর ?m=1 দেখবে না।
যা আপনার ওয়েবসাইটকে আরো প্রফেশনাল বানাবে। আপনার যদি এই পদ্ধতিটি পছন্দ হয়ে থাকে তাহলে সবার সাথে শেয়ার করুন। এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।
0 Comments