সিম কোম্পানি কর্তৃক প্রেরণকৃত প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়।
সিম অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফারের মেসেজ আমাদেরকে পাঠিয়ে থাকে। এগুলোকে প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই কোনো কাজের নয়।
রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়
রবি সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
রবি সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
- *7# ডায়াল করুন,
- 2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।
এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়
এয়ারটেল সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়
এয়ারটেল সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
- *7# ডায়াল করুন,
- 2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।
গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়
গ্রামীনফোন সিমে *121*1101# ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়
বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে।
গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়
গ্রামীনফোন সিমে *121*1101# ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন। পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়
বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে।
বিশেষ দ্রষ্টব্যঃ
উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।
উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।
0 Comments