বেফাক পরিক্ষার ফলাফল!
আপনার মোবাইলের মাধ্যমে জেনে নিন বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর প্রকাশিত ফলাফল।
Online-এ ফলাফল দেখার নিয়ম
ক) বেফাক পরিক্ষার ফলাফল দেখার জন্য প্রথমে www.wifaqresult.com -এ প্রবেশ করতে হবে।
খ) উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি ওয়েবপেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। সেই পেইজে ছোট একটি ফরম দেখতে পাবেন। ফরমটি আপনার পরীক্ষার সন, মারহালা এবং রোল নম্বর দিয়ে ফিল আপ করতে হবে।
গ) তারপর দাখিল করুন বাটনে প্রেস করলেই আপনার বেফাক পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
SMS এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম
যেসব শিক্ষার্থীরা অনলাইনে বেফাক পরিক্ষার ফলাফল দেখতে পারবেন না তারা চাইলে SMS এর মাধ্যমে আপনার কাঙ্খিত ফলাফল দেখে নিতে পারবেন। কিভাবে SMS এর মাধ্যমে বেফাক পরিক্ষার ফলাফল দেখবেন তা নিচে বর্ননা করা হলো।
ক) সর্ব প্রথম আপনার ফোনের SMS বা Message অপশনে প্রবেশ করুন।
খ) টাইপ করুন BEFAQ <স্পেস> ক্লাসের প্রথম অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর।
উদাহরণঃ BEFAQ S 355442
গ) এবার SMS টি 9933 নম্বরে সেন্ড করুন। আপনার বেফাক পরীক্ষার রেজাল্ট ফিরতি SMS এ পেয়ে যাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
এই তথ্যটি আরো আগেই জানানো উচিত ছিল।
সাময়িক দেরি হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত!
0 Comments