Blogger এ কাজ করবেন কিন্তু বিষয় খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলি-

-অ্যাপ রিভিউ করতে পারেন
অ্যাপ রিভিউ করলে আপনার কন্টেন্ট এরও অভাব হবেনা আর এটায় অন্যরকম অভিজ্ঞতা পাবেন।
প্লে-স্টোর এ কার্যকরী ও ইউজার ফ্রেন্ডলি হাজারও অ্যাপ আছে যা অনেকের কাছেই বেখবর থাকে।মানুষ এখন প্লে-স্টোর এ ভালো অ্যাপগুলো খোজ করে থাকে। আপনার কাজ হবে অ্যাপ ব্যাবহারকারীর নিকট সে তথ্য তুলে ধরা।আর সেটা হবে ব্লগিং এর মাধ্যমে।😀
কিভাবে অ্যাপ রিভিউ লিখব?
  • অ্যাপ স্টোর এ ট্রেন্ডিং ও টপ ডাউনলোড হওয়া অ্যাপ গুলো নিজে ডাউনলোড করুন এবং কয়েকদিন ব্যাবহার করুন।
  • অ্যাপ এর মধ্যে মূল বৈশিষ্ট্য,আকর্ষণীয় ফিচার,ইউজারদের কি কাজে আসতে পারে সেটা নির্ণয় করে ফেলুন। বলে রাখা ভালো আপনি ৪-৫ টি অ্যাপ নিয়ে ঘাঁটলে ১/২ টি ভালো অ্যাপ পাবেন,তাই একটি অ্যাপ নিয়ে ঘাঁটলে তেমন কিছুই হবে না।
  • শেষ ধাপে আপনি অ্যাপটি নিয়ে নির্ভুল ও নকল পরিহার করে বাংলা / ইংরেজিতে ৪০০-৬০০ শব্দের রিভিউ আর্টিকেল লিখুন।পরে ব্লগে পাবলিশ করুন।
অ্যাপ রিভিউ প্রোডাক্ট এফিলিয়েট থেকে অনেক সহজ।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ