যেকোনো ভালো সিনেমা দেখার পর-ই আমরা তেমন সিনেমা আরো দেখতে চাই । তেমনি ভাবে স্মরণকালের অন্যতম সেরা একশন সিনেমা জন উয়িক দেখার পর এমন ধাচের সিনেমার খোজ করেননি এমন সিনেমাপ্রেমী খুব কম-ই আছেন । আমাদের আজকের পর্ব ঠিক তাদের জন্য যারা জন উয়িকের প্রেমে পড়ে এমন মারদাঙ্গা সব সিনেমার সন্ধান করছেন ।

তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জন উয়িকের মত-ই কিংবা ক্ষেত্রবিশেষ জন উয়িকের চেয়েও মারমার কাটকাট একশনে ভরপুর দশটি সিনেমা । চলুন শুরু করা যাক; থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যণ্ত.. আজ টান টান উত্তেজনায় কেটে যাবে ভিীডওর পুরোটা সময়।