Lamb (2021)
⚠১৮+ সতর্কতাঃ ৩য় অ্যাক্টে একটা লম্বা যৌন/নগ্ন দৃশ্য, শুরুতে কিছু গর্ভদানের দৃশ্য
🏆কানে un certain regard এ মৌলিকতার পুরষ্কার লাভ করেছে।
শুরু থেকেই অসম্ভব সুন্দর সিনেমাটোগ্রাফি মন্ডিত আইসল্যান্ডের এক বার্নে এক দম্পতির ছিমছাম জীবন দেখি। ভেড়াদের যত্নের সাথে লালনপালনকে এমনভাবে তুলে আনা হয়েছে, যে দৈনন্দিনতাও আটকে ফেলে। যেন বিশেষ কিছু দেখছি! এধরণের সিনেমা স্লো-পেইসের হলেও আমার দারুণ লাগে। তাছাড়া পুরাটা সময় জুড়েই গহীনে কোথাও অশুভ আতঙ্কের আনাগোনা ছিল।
দূরবর্তী গ্রামাঞ্চল, চারপাশে পর্বতঘেরা ধুধু প্রান্তর, অনিন্দ্যসুন্দর আইসল্যান্ডের আকাশটাও কেমন গুমোট, যেন আড়ালে অপেক্ষা করছে এমন কিছু যা সময় হলে দেখা দেবে। A24 এর সিনেমার Arthouse meets weirdness equals to deep messaging ট্রেডিশানে Lamb আমার ২০২১ এ দেখা ২য় হতভম্ব হবার মত কনসেপ্টের সিনেমা। প্রথমটা Titane। তবে ওটার মত ভালো রিভিউ এর ভাগ্যে জোটে নি। রেটিং দেখে মাঝারি মানের ছবি মনে হলেও আমার মতে এটা অনন্য একটা কাজ।
পরিচালক তার প্রথম ছবিতে প্রচুর সম্ভাবনা দেখিয়েছেন, ছবির পেসিং আর এন্ডিং নিয়ে বেশিরভাগের সমস্যা। খুব একটা সহজে হজম হওয়ার মত না। আমার কাছে এটা যেন ইয়োর্গোস ল্যান্থিমসের স্টাইলের ঠিক উলটো। ল্যান্থিমসের সিনেমায় চরিত্ররা একটা বিশেষ কায়দায় অভিনয় করে থাকে। অথচ কাহিনীগুলো অনেকটাই জীবনঘেঁষা। অন্যদিকে, ল্যাম্বে সহজসাভাবিক দম্পতি অদ্ভুত এক খেলায় মেতে ওঠে, সন্তানহীনতার বেদনা ঢাকতে অদ্ভুত জীবনব্যবস্থাকেই স্বাভাবিক ধরে নেয়। অথচ তাদের আচরণ বাকি দশটা মানুষের মতোই।
পরিচালক ২য় ভাগে ৩য় এক চরিত্রকে নিয়ে আসেন, যে অনেকটা দর্শকের দৃষ্টি হিসেবে কাজ করে। ২য় ভাগে শকিং সত্যটাও তাকে দিয়েই উম্মোচিত হয়।
এরপর থেকে মিস্ট্রি-ড্রামায় ডেডপ্যান হিউমারের উপস্থিতি টের পেতে থাকি, অনেকে এটাকে হরর বললেও বিন্দুমাত্র হরর লাগেনি। মিস্ট্রি ড্রামা হিসেবে দেখাই ভালো।
Lamb খুব odd একটা সিনেমা। আইসল্যান্ডিক ভাষার হলেও খুব বেশি সংলাপ নেই, তাই সাবটাইটেলের প্যারা কম। ভিজুয়ালি ও অ্যাটমোস্ফিয়ারের দিক থেকে বছরের সেরা সিনেমাগুলোর একটা। এন্ডিং এর ব্যাপারে এতটুকুই বলবো ল্যাম্ব জগতের অস্বাভাবিক মিস্ট্রির উপস্থিতির কথা বলেছে। ব্যক্তিগত দুঃখ বেদনাকে আড়াল করতে বিভিন্ন স্থানের মানুষ অদ্ভুত এমন অনেক জীবনরীতিকে পাশে নিয়ে চলতেই পারে। আমরা তার কতটা জানি?
শেষের দিকে একটা বেশ খোলামেলা যৌন/নগ্ন দৃশ্য ছাড়া বাকি সময়ে ভেড়াপাল আর জীবনরীতিটাই অস্বস্তিতে রাখবে। নির্বাহি প্রযোজকে বিখ্যাত নির্মাতা বেলা টার রয়েছেন। তাই সিনেমাটোগ্রাফিতে তাঁর সিনেমার অনুপ্রেরণা কাকতালীয় নয়।
Titane এর মত inaccessible না। তবে অদ্ভুত। ভূত নেই! আছে একদল ভেড়া, পচ্চুর ভেড়া!!!
I really dug it. not everybody did, unfortunately. A24 এর ফিল্মের মেজাজ ও সাহসিকতার সাথে পরিচয় থাকলে দেখতে পারেন।
#মুভি #সিনেমা #রিভিউ #মিস্ট্রি #ড্রামা #অভীজিবরান
0 Comments