Most Eye and Ear-gasmic Hindi Cinema on Netflix!👩‍❤️‍👨


Meenakshi Sundareshwar (2021) 


সানিয়া মালহোত্রার জন্য মুভি দেখাটা সার্থক। Paaglait এর পর ২০২১ এ তার আরেকটা মুভি প্রমাণ করে দিল She is here to stay। নতুনদের মধ্যে তাপসী পান্নুকেই ভালো লাগতো, কিন্তু তার শেষ কিছু সিনেমা ভালো না হওয়ায় এখন মনে হচ্ছে সানিয়ার উপর ভরসা করা যায়। প্রায় শতভাগ সফল অভিনয় ক্যারিয়ারে আমার মনে হয় তার সেরা পারফর্মেন্সই দেখলাম এখানে। 


তবে মিনাক্সি সুন্দরেশ্বর মন কেড়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি, প্রোডাকশান ডিজাইন ও মিউজিকের জন্য। ১৪১ মিনিট লম্বা মুভিটিতে প্রচুর গান, একসময় তো প্রায় মিউজিক্যাল মনে হচ্ছিল। গানগুলো যেন সংলাপের চেয়ে বেশি কাহিনিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাগলাইটে অরিজিত, জানিনা, এখানে কে, তবে সাউথ ইন্ডিয়ান কালচারের সাথে দারুণভাবে গেছে গানগুলো। RHTDM রেফারেন্স কানে লেগে থাকার মত। অ্যালবামটা জিউকবক্সে বাজবে বহুদিন, ইউটিউবে গানগুলো বারবার দেখার মত শুধু অসাধারণ কোরিয়োগ্রাফির কারণে। 

ছেলেটাকে মার্দ কো দার্দ নাহি হোতা হ্যাঁয়তে দেখেছি। তার চরিত্রটাই এমন যে এখানে মিনাক্সি (সানিয়া) বেশি প্রাধান্য পেয়েছে। 


অ্যারেঞ্জড ম্যারিজ নিয়ে মনোরম, মজাদার একটা রোম্যান্টিক-কমেডি। ফর্মুলার বাইরে কিছু না, তারপরও অমোঘ ফ্রেশ ব্যাপার ছিল সবকিছুতে। লাইটিং, কালার প্যালেট মিলিয়ে পরিবার নিয়ে আরাম করে দেখার মত ছবি। যাকে বলে রসগোল্লা। 


ক্রিটিক্যালি জাজ করতে গেলে রিপ্রেজেন্টেশনে সমস্যা চোখে পড়বে, হিন্দি ভাষার কারণে এটা সবধরনের দর্শকের কাছে পৌঁছচ্ছে, এখানেই সাধুবাদ। হিন্দি ডাবের প্রয়োজন নেই, সাবটাইটেল দেখার প্রয়োজন নেই। সাবপ্লটগুলো ভারি লাগেনি খুব। কমেডি, কিছু টুইস্টের জন্য ফোকাস এদিক ওদিক গেছে ঠিকই, তবে কখনোই ন্যারেটিভ থেকে বের হতে দেয়নি। হিন্দি সিনেমা ক্ষ্যাত, সস্তা ২-১টা জিনিসও আমাকে অনেকসময় টার্ন অফ করে। এখানে সবসময়েই অন ছিলাম। সানিয়ার অভিব্যক্তি, তার নাচ, রজনীকান্তের অনুকরণ, সবকিছুই চোখ আটকে থাকার মত। 


সবমিলিয়ে Meenakshi Sundareshwar নতুন কিছু না। তারপরও যদি প্রিয় কারো সাথে বসে দেখার মত সিনেমা চান, এটা স্বয়ংসম্পূর্ণ। 


#মুভি #সিনেমা #রিভিউ #অভীজিবরান #বলিউড #Netflix