Movie ► Kurup 2021
Genres ► Action || Crime || Thriller
IMDb Rating ► 7.7/10 || Per. Rating ► 07/10
আজ দেখলাম রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হওয়া এ বছরে প্রিয় দুলকার সালমানের বহুল প্রতিক্ষীত সিনেমা #Kurup মুভিতে দুলকার সালমানের সাথে লিড রোলে ছিলেন শোভিত ধুলিপালা।
এই মুভিটা মূলত ১৯৮৪ সালে কেরালার একজন বিখ্যাত ক্রিমিনাল #Sukumara_Kurup তার বাস্তব জীবনে স্টোরি নিয়ে নির্মিত এই মুভিটি। সে মূলত নিজেকে মৃত দেখিয়ে তার নামের সব ইন্সুরেন্স এ টাকা তুলে নিয়ে ছিলেন। পরবর্তী সময় পুলিশ তদন্ত করে জানতে পারে যে মারা গেছে সে সুকুমার কুরুপ নয় অন্য একটা ব্যেক্তি। তারপর কুরুপ তিনি দেশের বাইরে ও যায়নি। তিনি দেশের ভিতরেই বিভিন্ন গেটআপে ছদ্মবেশে ছিলেন। পরবর্তীতে সুকুমার কুরুপ এর শেষ পরিনতি কি হয় তা জানতে হলে এখুনি দেখে ফেলুন মালালায়ম সিনেমাটি!
মুভিতে দেখানো এই সুকুমার কুরুপ এর স্টোরিটি শুনতে কি ইন্টারেস্টিং লাগছে। তাহলে ভাবতেই পারছেন সিনেমাটি ভিজুয়ালি দেখতে আমি কতটা উপভোগ করেছি! একেই তো আমার খুবই পছন্দের অভিনেতা দুলকার সালমান তার ওপর এরকম একটা দূর্দান্ত স্টোরি কনসেপ্ট! একদম জোমে ক্ষীর!
তবে গোটা মুভিটা আমার বেশ ভালো লাগলে ও মুভির শুরুর ফাস্ট হাফ ছিলো বেশ খানিকটা ধীর গতির। তবে সেকেন্ড হাফে সময় গড়ার সাথেসাথে স্ক্রিনে প্লে ব্যপক এনগেইজিং হয়েছে এমনকি সাথে দুলকার সালমানের বরাবরের মতো অনবদ্য পারফরম্যান্স তো ছিলোই। মুভিতে ব্যবহৃত মেকাপ কস্টিউম এবং মুভির প্রডাকশন কোয়ালিটি ছিলো একদম টপক্লাস। এবং সিনেমার কালার গ্রেডিং ও সিনেমাটোগ্রাফি ও ছিলো অসাধারণ!
Final Verdict ► সবমিলিয়ে, আমি এই মুভিটা বেশ উপভোগ করেছি। তবে, এটা অবশ্যই দুলকার সালমান আর পাঁচটা আউটস্ট্যান্ডিং বা অনবদ্য সিনেমা মতোও হয়নি। But, overall Kurup is a decently well made film I can say... 🎥🔥
#KurupMovieReview by #HMNAS 🎭
#Happy_Watching #MalayalamCinema 🖤
0 Comments