The Last Duel (2021)

১৮+ সতর্কতাঃ অনেকগুলা অনুত্তেজক যৌন দৃশ্য, রক্তারক্তি।


হিস্টোরিক্যাল এপিক নিয়ে রিডলি স্কট, সাথে আবার - ব্যাটমান, জেসন বর্ন, কাইলো রেন - ৩ সুপারস্টার, নায়িকা টিভির স্টার জোডি কোমার, হাইপটা সেই লেভেলে যাওয়াই স্বাভাবিক। তারপর যখন শুনলাম মুভিটা বক্স অফিসে ফ্লপ, অ্যাওয়ার্ডেও কোন সাড়া নেই, ভাবলাম নিশ্চয়ই কাস্ট ছাড়া কিছুই নেই, বাজে হবে। 


প্রত্যাশা অ্যাডজাস্ট করে দেখতে বসে দেখি ১৪৬ মিনিটের মুভি, খাইসে। তবে মজা আছে- ১৩শ শতাব্দীর ফ্রান্সের মিডিভ্যাল একটা সত্য ঘটনার উপর নির্মিত ছবিটির মূলত rape কেন্দ্রিক। তাই দারুণভাবে রিলেভেন্ট, স্কট গল্পটা বলতে বেছে নিলেন আরও ডেয়ারিং "রাশমন" স্টাইল। মূল ৩ চরিত্রের প্রেক্ষাপটে একি ঘটনাকে দেখা। এতে করে প্রতিটা ঘটনা, সম্পর্কের উপলব্ধিগুলো আলাদা করা গেল। স্কট যেন বলতে চেয়েছেন, Don't believe everything you see. একবার ভেবেছো একি ঘটনা আরেকজন কীভাবে নিয়েছে বা তুমি যাকে পরম বন্ধু ভাবো, সেও তোমাকে তা ভাবে কিনা?


দারুণ আইডিয়া, এবং বিশেষ করে এই গল্পটার ক্ষেত্রে পারফেক্ট। তবু ফিল্মটা চলে নি, দেখতে দেখতে আমি ঠিকই বুঝলাম কেন। প্রথমত অ্যাফ্লেক আর ম্যাট ডেমন যেই ২টা চরিত্র করেছে, তাদের লুক থেকেই সাধারণের কাছে স্বাভাবিক লাগবে না, হাস্যকর লাগবে, মেনে নেয়া কষ্ট। আমারও প্রথম অ্যাক্ট, যেখানে ম্যাট ডেমনের প্রেক্ষাপট দেখানো হয়েছে, খুব একটা এঙ্গেইজ হতে পারিনি, সবচেয়ে ডাল ওই অধ্যায়ের পর আসে অ্যাডাম ড্রাইভারের অধ্যায়, যেটার চিত্রনাট্য বেন অ্যাফ্লেক লিখেছে জানি, তাই হয়তো অ্যাফ্লেকের চরিত্রটা সবচেয়ে বেশি স্ক্রিনটাইম পেয়েছে, তবে অধ্যায় হিসেবেও ততক্ষণে মুভিতে এঙ্গেইজ হয়ে গেছি, কারণ ঘটনাগুলা একবার দেখেছি, শুধু এবার আলাদা প্রেক্ষাপট, যেখানে সুক্ষাতি সূক্ষ্ম পার্থক্য চরিত্র, সম্পর্কের বেলায় বিরাট ধারণা দেয়! সবশেষে জোডি কোমারের অধ্যায়, তারপর The Duel। 


এই গল্পবলিয়েটাই The Last Duel কে অনন্য করে দেয়, যদিও এখানে হিস্টোরিক্যাল এপিকের গ্ল্যামার, ভাবসাব নেই, বরং খুবই রিয়েলিস্টিক গ্রিম বিষণ্ণ কালার প্যালেট লেগেছে। খুবই ভায়োলেন্টও। তাই সবমিলিয়ে ফিল্মটা ঠিক এই প্রজন্মের জন্য না, যারা কমিক বুক আর পপকর্ন থ্রিলার দেখে অভ্যস্ত। স্লো এবং ভিন্নধারার পুরানো ধাঁচের ফিল্মই মনে হয়েছে। 


শেষের দ্বৈত সংঘর্ষটা দুর্দান্ত। মিডিইভ্যাল ব্যাটেল শুধু গেম অফ থ্রন্সেই দেখেছি। ওই লেভেলের রিয়েলিস্টিক, ব্লাডি, ব্রুটাল - সাথে ড্রামাটিক স্টেইক এত বেশি, যে অ্যাকশনটা আরও রুদ্ধশ্বাসপূর্ণ লেগেছে।


দুঃখজনক যে এসব সিনেমা এখন আর চলে না, অথচ খুবই সময়োপযোগী সিনেমা, দক্ষ লেখনী ও পরিচালনা। প্রায় নিখুঁত। তবু, এটাকে ঠিক বারবার দেখার মত উপভোগ্য বলা যাবে না, কারণ গ্ল্যামার নেই, ভিজুয়াল আপিল নেই, ডায়লগবাজি নেই। তবু যারা ভালো ফিল্ম দেখতে চান, rape বিষয়ের উপর ইন্টারেস্টিং টেইক দেখতে চান, তাদের জন্য মাস্ট ওয়াচ।


সবচেয়ে আনন্দের ব্যাপার যে, রিডলি স্কট এই বয়সেও অর্থবহ কাজ উপহার দিচ্ছেন, নিজেকে চ্যালেঞ্জ করছেন। 


#মুভি #সিনেমা #রিভিউ #অভীজিবরান #হলিউড