এই বব বিশ্বাস সেই বব বিশ্বাস নয়, এই বব বিশ্বাস অন্যরকম বব বিশ্বাস।
Bob Biswas (2021)
[ নো_স্পয়লার ]
এই বব বিশ্বাস মুভি দেখার জন্য গতকাল কাহানি মুভি দেখে নিয়েছি। কাহিনি মুভিতে অল্প সময়ের জন্য বব বিশ্বাস হাজির হয়ে খুব ভালো লাগা তৈরি করেছিল। এইটাও ভালো লেগেছে তবে শাশ্বত কে বেশি মনে পড়েছে। এই মুভি পরিচালনা করেছে সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ।
আমরা সবাই জানি বব বিশ্বাস ইনসুরেন্স কোম্পানিতে জব করার পাশাপাশি কন্ট্রাক্ট কিলার। কিন্তু তার যে এক ফ্যামিলি আছে সেইটা জানতাম না। মনে আছে কি কাহানি মুভিতে বব বিশ্বাস অ্যাক্সিডেন্ট করেছিল। এর কারণে তার স্মৃতি শক্তি হারিয়ে নিজেকে খুঁজছে। এই পর্যায় সে কি করবে? কিভাবে নিজেকে চিনবে?
যেহেতু কাহানি গতকাল দেখেছি তাই শাশ্বত চ্যাটার্জি বারবার চোখে ভেসে উঠেছে। কিন্তু অভিষেক বচ্চন তার সেরাটা দিয়েছে। চরিত্রের জন্য ওজনও বাড়িয়েছে। চুপচাপ থাকার এক্সপ্রেশন গুলো ভালোই ছিল। পরাণ বন্দ্যোপাধ্যায় কে আমরা সবাই চিনি। তিনি যে জাত অভিনেতা সে দেখিয়েছে। অন্যান্য সবাই ভালোই ছিল।
সিনেমাটোগ্রাফি বেশ ভালোই ছিল। তবে স্ক্রিনপ্লে কিছু স্লো মনে হয়েছে তবে তা বেশি ছিল না। বিজিএম, কালার গ্রেডিং ঠিকঠাকই ছিল। কিছু কমেডি সিনে খুব মজা পেয়েছি। যেমন ব্যাগের চেইন খোলার সিনটা। শেষমেশ বলতে চাই খুব একটা খারাপ লাগবে না তাই দেখতে পারেন।
[ একটা সময় শুধু পোস্ট দেখে যেতাম আর আজ কিনা গ্রুপে ২০০তম পোস্ট দিচ্ছি। দিন দিন গ্রুপের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। প্রিয় গ্রুপ আরও সামনে এগিয়ে যাক এই শুভকামনা। ]
ধন্যবাদ।🖤
0 Comments